যখন আমার বয়স সবে উঁনিশ কিংবা কুড়ি
দাদু প্রায়ই বলতেন আমি নাকি চাঁদের বুড়ি।
শুনে রেগে দাদুর সাথে দিয়ে দিতাম আড়ি
কেঁদে কেঁদে মাথায় তুলে নিতাম পুরো বাড়ি।
এই বয়সে কেন দাদু বলতো আমায় বুড়ি
দাদীর শিখিয়ে দেয়া, নাকি তারই ছলচাতুরি?
আর বলতেন বিয়ে দেবো মেঘ ময়ূরী গায়
চাঁদের বুড়ি চড়ে যাবে ময়ূরপঙ্খী নায়।
বুঝতামনা আমি ছিলাম তাদের মায়ায় সিক্ত
তাই যা শুনি সেটাই বুঝি নয়তো অতিরিক্ত।
এখন শুধুই মনে পড়ে দাদুর মুখের বুলি
সোনালী শৈশবের স্মৃতি কেমন করে ভুলি?