দেশটা খাচ্ছে লুটে পুটে
চাঁদাবাজের দলে,
বাহাদুরি এত তাদের
বাড়ছে কাদের বলে?
বড় নেতা পিছে থেকে
পাতি নেতা আগে,,
চাঁদাবাজের বড় অংক
পাবে তারা ভাগে।
সোনার দেশে এমন কান্ড
ঘটছে কেমন করে,,
দেশটা লুটে খেলেও তাদের
ক্ষুধা নাহি মরে।
সন্ত্রাসীদের, চাঁদাবাজের
ভয়ে মোরা থাকি,
কখন জানি গলা ধরে
দিবে এসে ঝাঁকি।
চাঁদা নাহি দিলে তবে
জীবন দিতে হবে,
প্রাণের আশায় চাঁদা এখন
দিচ্ছে দেখি সবে?
আমার দেশটা কখন দেখবো
শান্তি সুখে ভাসছে,
চাঁদা নহে দুখের দিনে
সবাই ছুটে আসছে।
নবীন প্রবীন কিশোর যুবক
শান্তি আনো দেশে,
আবার অস্ত্র ধরো তবে
বীরপুরুষের বেশে।
পতনউষার, কমলগঞ্জ, মৌলভীবাজার।