ধর্ষণ,খুন,চাঁদাবাজি
ঘটছে এখন নিত্য,
ডাকাতি আর চুরি করে
বেড়াচ্ছে দুর্বৃত্ত।
মা-বোনদের ইজ্জত আজ
বাঁচিয়ে রাখাই দায়,
একটু ভুলেই আজ অনেকে
লাশ উপহার পায়।
নদীর তীরে, ধানের ক্ষেতে
লাশের ছড়াছড়ি,
সন্ত্রাসীদের কাছে এটার
দাম যে কানাকড়ি।
দেখতে চাইনা একটাও আর
নিরীহদের লাশ,
সবাই মিলে করবো দমন
এবার এ সন্ত্রাস।
ওয়ারেন, মিশিগান, আমেরিকা।