মাগো তুমি কোথায় আমার
ঝলসে গেছে দেহ
আমি যে কে আমায় দেখে
ছিনছে নাতো কেহ।
মাগো তুমি চিনবে ঠিকই
যতই দগ্ধ হই,
জড়িয়ে তোমার বুকের মাঝে
এইতো আমি রই।
আমার গায়ের গন্ধ তোমার
খুব যে আছে চেনা,
তোমার সাথে ছিলো আমার
দারুণ লেনা-দেনা।
তোমার গলা জড়িয়ে ধরে
রাত্রি করি পার,
তোমার কাছে ছিলো আমার
লক্ষ আবদার।
আজ থেকে সব অতীত মাগো
যাচ্ছি তারার দেশে,
আর কেঁদোনা লক্ষ্ণী মেয়ে
দাওনা বিদায় হেসে।
তোমার মত কত মায়ের
চক্ষে লোনাজল,
নাড়ি ছেড়া কষ্টে দু’চোখ
করছে টলমল।
সবাই যদি কাঁদো এমন
এই যে আমার বুক,
কেমন করে সইবো বলো
আধখানা এই মুখ।
সন্ধ্যা হলে দুর আকাশে
দেখবে তুমি চেয়ে,
আবার আমি আসবো ফিরে
শুকতারাটি হয়ে।
ইস্টার্ন গেট, খুলনা।