ঢাকা মাইলস্টোন স্কুলের
তৃতীয় শ্রেণীর শিশু ছাত্র
জুনায়েত হাসান ,
প্রতিদিনের মত আজও
ঐ স্কুলে গিয়েছিল সে
এই শিশু হাসান।
হঠাৎ এক প্রশিক্ষণ বিমান
বিদ্ধস্ত হয়ে স্কুলে পড়ে
বিমানটি আগুনে জ্বলে ,
সেই আগুনে তখন
উনিশজন শিশু ছাত্র জ্বলে
তার মধ্যে সেও জ্বলে।
তার দেহটি জ্বলি সমুদয়
ভূশীভূত হলো তখন
স্কুলকার্ডটি রইল অক্ষত ,
সে আর যাবে না স্কুলে
সেই কার্ডটি রইল হয়ে
তার মায়ের কাছে স্মৃতিক্ষত।
হঠাৎ এই বিমান দুর্ঘটনায়
আমরা যে- দেশের সবাই
হয়েছি গভীর শোকাহত ,
সুস্থ হয়ে-উঠুক ত্বরা
তখন যারা-এই দুর্ঘটনায়
হয়েছে খুবই আহত।
প্রবাস ভবন ,
লেস্টার সিটি ,ইংল্যান্ড।