ঐ দূর আকাশে আজ এ কেমন ধারা?
সব কিছু যেন আজ হলো দিশেহারা।
শুধু একজন নয়, এক অমূল্য পাইলট,
নিচে নিষ্পাপ শিশুরা, জীবন ঝলসে ফটফট।
সন্তানহারা বাবা-মায়ের হৃদয় পোড়ে ছাই,
আর কিছুতেই যেন শান্তি খুঁজে না পাই।
স্বপ্নগুলো সব যেন হয়েছে বিলীন,
কে দেবে সান্ত্বনা এই ঘোর দুর্দিন?
দায়িত্ব কার ছিলো, কে ছিল গাফিল?
প্রশ্নের পাহাড় জমে, উত্তর নেই তিল।
এমন বিপর্যয় আর যেন না আসে,
যত্নবান হোক সবে, আনন্দ নিয়ে পাশে।
জকিগঞ্জ, সিলেট।