পাহাড় থেকে আসছি নেমে
গিরি কন্যা সবাই বলে,
আমার মতো চলছি আমি
দেখব ঘুরে নানান ছলে।
সাগর নদী পাহাড় বন
সব ছাড়িয়ে চলছি আমি,
আমার কাছে আমিই সেরা
নিজকে ভাবি অনেক দামি।
বাতাস বহে নদীর পাশে
সেথায় গিয়ে চুপটি করে,
চিন্তা করি ছুটবো আমি
খুব সকালে ভীষণ জোরে।
চলতি পথে আমার চোখে
দেখছি আমি হাজার কিছু,
গিরি কন্যা নামটি বলে
নেয় না কেউ আমার পিছু।
ভাঙা গড়ার এই খেলায়
খেলছি আমি নানান খেলা,
ছুটে চলাই আমার কাজ
কাটছে জানি এভাবে বেলা।
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।