মাগো তুমি চলে গেলে
আমায় করে একা,
ভূবন মাঝে আর কি মাগো
পাবো তোমার দেখা?
চলে গেছো প্রভুর ডাকে
আসবে না আর ফিরে,
কত স্মৃতি উঁকি মারে
কল্পনাতে ঘিরে।
আজো তোমায় খুঁজি মাগো
আমার সফল কাজে,
তোমার দোয়ায় বেঁচে আছি
নিদারুন এই সাঁঝে।
আগের মতো নেই মা কিছু
ধরাধামের বুকে,
চারিদিকে হাহাকারে
কাঁদছে সবাই শোকে।
তোমার মতো আর কেহ মা
আদর নাহি করে,
কারো আদর পেলে মাগো
মন তো নাহি ভরে।
আমার হৃদে সকল কাজে
তোমাকে মা খুঁজি,
তুমি ছাড়া ভবের মাঝে
আর কিছু না বুঝি।
মা হারালে মিলে না তা
বুঝলাম অবশেষে,
থাকতে মাকে সকল ক্ষেত্রে
উড়িয়ে দিতাম হেসে।
ক্ষমা চাওয়ার সুযোগ আমি
পাইলাম না কো ভবে,
মা বাবা যার আছে বেঁচে
ভজন করো সবে।
দোয়া করি রাখেন যেনো
জান্নাতে মোর প্রভু,
পরপারে দেখা হবে
আশা রাখি তবু।
পতনঊষার, কমলগঞ্জ, মৌলভীবাজার, সিলেট।