বাংলাদেশ সোনার দেশ-বন্ধু
এ দেশে জন্মে ধন্য আমি,
এদেশ সেরা দেশ এদেশের
মাটি সোনার চেয়ে দামি।
জন্মভূমির যেদিকে দেখ শুধু
সবুজের সমারোহ,
গাছে গাছে পাখির গুঞ্জন হৃদয়ে
দোলা যে অহরহ।
সুফলা এ নদী মাতৃক দেশ
চতুর্দিকে কুঞ্জ কানন,
পাহাড়-পর্বত, বনবনানী দীপ্তি
শোভা করে বর্ধন।
কৈশরে খেলেছি যখন পাড়ার
সব ছেলে-মেয়ে জুটি ,
স্কুল থেকে বাড়ি ফিরে খেলেছি
কত কানামাছি-কাবাডি ।
এত স্মৃতি মনে জাগে প্রীতি
এ জগৎ মায়ার বাঁধন,
এখন চাই হিয়া অতীত নিয়ে
করতে স্মৃতিচারণ।
লক্ষ্য শহীদের তাজা খুন দিয়ে
দেশ হয়েছে স্বাধীন ,
আমার দেশ বাংলাদেশ সোনার
দেশ নহে পরাধীন।
মাতৃভাষার মর্যাদা রেখেছি মোরা
বুকের রক্ত ঢেলে,
খাঁটি সোনার চাইতে খাঁটি কথাটি
কভু যেও না ভূলে ।
বাংলা ভাষা আল্লাহর নেয়ামত
দাও মূল্য সারাক্ষণে,
স্বাধীন দেশ বাংলাদেশ মাথা উঁচু
করে রয়েছে বিশ্বে ।
প্রিয় জন্মভূমি তোমার জন্য
জীবন করি কুরবান ,
গর্ব করি ধন্য আমি গন্য আমি
বাংলা মায়ের সন্তান।
সবুজের ছায়া রংঙের তুলিতে
আঁকা মম বাংলাদেশ ,
যেদিকে দেখো দেখিবে তুমি
সুজলা সুফলা প্রিয় দেশ।
মোরা পাখির কলতানে জেগে
উঠি সদা রোজ বিহানে,
আযানের ধ্বনি ধ্বনিত হয়
তখনি মীনারে মীনারে।
বাংলাদেশ সোনার দেশ পথ-প্রান্তরে
আছে কত সোনা ,
বাংলাদেশ সম্প্রীতির দেশ
হাজার বছরের নমুনা।
হিন্দু মুসলিম মিলে একাকার,
নেই কোন হাহাকার,
মোরা সকলে বাংলাদেশী এদেশে
নেই কোন যাযাবর।
এইদেশে জন্মে আমি গর্বিত -মুক্ত
বাতাসে বিচরণ,
এক দিকে পাহাড় অপর দিকে
নদনদী সুন্দরবন।
খুলনা, বাংলাদেশ।