দয়ার সাগর প্রভু রহমান তুমি
গড়েছো ভুবন দিয়ে মাটি পানি ভূমি।
সাগর পাহাড় নদী তোমার যে সৃষ্টি
আমরা অধম সব মেলে দেখি দৃষ্টি।
গাছে গাছে ফুল ফল সবে মিলে খাই
হরেক রকম স্বাদ মজা খুব পাই।
বন বীথিকায় পশু গুলো করে বাস,
সাগরের নিচে থেকে মাছ নেয় শ্বাস।
আঁখি মেলে দেখি আমি শুকরিয়া করি,
কেমনে জগত প্রভু নিলে তুমি গড়ি।
ভোরে বেলা ওঠে ধরা পায় জানি আলো,
আলো পেয়ে ধরা থেকে দূরে সরে কালো।
রাতের আকাশে চাঁদ তারার যে মেলা
জোনাকিরা আলো জ্বেলে করে যায় খেলা।
জগতের সব প্রাণী খাদ্য কোথা পায়,
তুমি ছাড়া প্রাণীকুল অসহায় হায়।
রাত শেষে ভোর হয় হুকুমে তোমার,
আমরা অধম ক্ষমা চাই বার বার।
যতদিন থাকি বেঁচে ভালো কাজে রেখো
শেষ বিচারের দিন আমাদের দেখো।
শেরপুর, বগুড়া।