ছোট্ট সোনা চাঁদের কণা
শোনো দিয়া মন,
এজগতে নয় কো দামী
টাকা কি’বা ধন।
পড়ালেখা করলে ভবে
সুনাম পাবে যত,
ভালো মানুষ হলে পরে
সম্মান দিবে শত।
আসল নকল চিনতে শেখো
ছোট্ট থেকে তুমি,
ন্যায়ের কাজে অটুট থেকে
পুন্য করো ভূমি।
তোমার কাজে উৎসাহ যেনো
সকল লোকে পায়,
হালাল- হারাম চিনে সবাই
দু’মোটো ভাত খায়।
পতনঊষার,কমলগঞ্জ,মৌলভীবাজার,সিলেট।