শ্রেষ্ঠ নবীর উপরে
শ্রেষ্ঠ কিতাব নাজিল
হইল শ্রেষ্ঠ ভাষায়।
শ্রেষ্ঠ মাস রমাদ্বানে
শ্রেষ্ঠ রজনীতে নিয়ে
আসিলেন শ্রেষ্ঠ ফেরেশতায়।
শ্রেষ্ঠ মাটি মরুতে
শ্রেষ্ঠ ঘরের পাশে
শ্রেষ্ঠ পাহাড়ের চুড়ায়।
শ্রেষ্ঠ বাণী ইকরা বিসমি
শ্রেষ্ঠ ধ্বনি আল্লাহু আকবার
গাহিলেন শ্রেষ্ঠ সাহাবায়।
শ্রেষ্ঠ ধর্ম ইসলাম
শ্রেষ্ঠ কর্মী মুসলিম
শ্রেষ্ঠ উম্মতি দুনিয়ায়।
শ্রেষ্ঠ জিকির সুবহানাল্লাহ
শ্রেষ্ঠ প্রশংসা আলহামদুলিল্লাহ
শ্রেষ্ঠ অর্জন রবের সন্তুষ্টি।
শ্রেষ্ঠ কর্ম সালাত
শ্রেষ্ঠ কিতাব কুরআন
শ্রেষ্ঠ প্রতিদান জান্নাত
আল্লাহর আনুগত্যের বিনিময়।
লন্ডন।