অনেক বিদ্যা শিখেছিলে, চেয়েছিলে মানুষের মুক্তি,
সাদা পোশাকে আজো দেখি, নেই একটুও সহানুভূতি।
তোমার ভিজিট এত বেশি, গরিব যাবে কোথায়?
নুন আনতে যাদের পান্তা ফুরায়, কেমনে টাকা যোগায়?
ও ডাক্তার বাবু, তুমি কসাইয়ের চেয়েও ভয়াল!
প্রকাশ্যে সে মারে, তুমি মারো পর্দার আড়াল।
ছোট্ট রোগ হলেও তুমি, লেখো কত শত টেস্ট,
কোথায় যে করাবে সব, তাও বলো তুমি বেস্ট।
বহুরূপী ডাক্তার তুমি, বুঝি সবই আজ,
সিজার অপারেশনের কথা না বলাই লাজ।
সাদা পোশাকে ঢাকা তোমরা যে কসাই,
সাধারণ মানুষ জানে, এ কেমন বিচার ভাই?
তবে হ্যাঁ, আশরাফের কথা শোনো মন দিয়ে,
কিছু ভালো ডাক্তারও আছেন এ ভবে।
গরিবের বন্ধু তারা, সেবার প্রতিমা,
তাদের চরণে জানাই অগাধ মহিমা।
জকিগঞ্জ, সিলেট।