আমার ভয় হয়
আমার নাম যদি জাহান্নামে লিখা হয়।
আমার ভয় হয়
আমার নাম যদি পাপির লিস্টে লিখা হয়।
আমার ভয় হয়
আমার সকল কর্ম যদি বিফল হয়।
আমার ভয় হয়
আমার পুণ্যের খাতা যদি শুন্য হয়।
আমার ভয় হয়
আমার ইবাদত যদি কবুল না হয়।
আমার ভয় হয়
আমার লেখালেখি যদি শাস্তির ইন্ধন হয়।
আমার ভয় হয়
আমার কথা যদি মন্দের সহযোগী হয়।
আমার ভয় হয়
আমার কবিতা গুলি যদি প্রভুর অসন্তুষ্টির কারণ হয়।
আমার ভয় হয়
আমার কর্মে যদি ধর্মের ক্ষতি হয়। আমার ভয় হয়
আমার ধড়ে যদি ঈমানের স্বাদ না রয়।
আমার ভয় হয়
আমার হৃদয় যদি মানবতাহীন হয়।
আমার ভয় হয়
আমার জন্য যদি প্রভুর ক্ষমা ঘোষণা না হয়।
আমার ভয় হয়
আমার জন্য যদি নবীজি শাফায়াতে রাজি না হন।
আমার ভয় হয়
আমার অন্তরে যদি আল্লাহর ভয় সৃষ্টি না হয়।
তবে আমি পশুর চেয়ে নিকৃষ্ট অতিশয়।
আমার ভয় হয়
আমি যাই যদি আল্লাহর দয়া হারিয়ে
নবীর শাফায়াত থেকে দেন যদি তাড়িয়ে
আমার ভয় হয়
আমি হারিয়ে যাবো আজীবনের সব সন্চয়।
লন্ডন।