দশই মুহররম, আশুরা নাম যার,
অগণিত ঘটনা ইতিহাসে তার।
নূহ নবীর কিশতি সেদিন, পেল যে কিনারা,
প্লাবন থেকে রক্ষা পেল সব প্রাণী যারা।
মূসা নবী পেরোলেন, নীল দরিয়া পার,
ডুবে গেল ফেরাউন, হলো যে শেষ তার।
আইয়ুব নবীও পেলেন, রোগের মুক্তি সেদিন,
ইউনুস নবীও হলেন, মাছের পেট থেকে স্বাধীন।
আদম নবীর তাওবা, কবুল হলো তায়,
ইব্রাহিমও পেলেন, নতুন জীবন রক্ষায়।
শেষে বলি কারবালার, সেই দুঃখের কথা,
হোসাইন হলেন শহীদ, ঝরলো রক্ত অযথা।
এ মাস শেখায় মোদের, ত্যাগের বড় মান,
সত্যের তরে দিতে হয়, হাসিমুখে প্রাণ।
জকিগঞ্জ, সিলেট।