রক্তে রাঙা রৌদ্রছায়ায়, কাঁদে কারবালার ধূলি,
সত্য ও ত্যাগের মহাগান গায়, হোসাইনের কূলে জ্বলি।
পিপাসার তাপে দগ্ধ ধরা, শিশু কাঁদে বুকে জলহীন,
তবু মুখে নেই একটুও অভিযোগ, নয় হৃদয় ব্যথাতুর গ্লানিহীন।
সিংহাসনের মোহ নয়, ছিল না দম্ভের ছায়া,
আল্লাহর প্রেমে দীপ্ত যে হৃদয়, সে তো জগত ছায়া-মায়া।
এক পশলা পানিও দেয়নি যারা,
তারাও পেল দোয়া, পেলো শাহাদাতের সোনালি ধারা।
শক্তির নয়, এ তো ঈমানের লড়াই,
কালের পটে খোদিত এক আদর্শের বড়াই।
জুলুমের সাথে আপোষ নয়—
এই দীক্ষাই হোসাইন রইল রেখে, রক্তমাখা আশার পরিচয়।
বুলবুলি যেন গাইছে গান,
রক্তের আঙিনায় জেগে ওঠে কোরআনের প্রাণ।
কারবালার প্রতীক্ষা তাই শুধুই শোক নয়,
এ এক ডাক—জেগে ওঠো, জুলুমে মুখ ফিরিয়ে সোজা পথ কয়।
চোখে রক্ত, তবুও দীপ্ত, ঠোঁটে “ইয়া আল্লাহ” ধ্বনি,
দুনিয়ার মোহে ঝরে না সে, জানে কোনটি চিরকাল ধনী।
কারবালার সে অশ্রুবিন্দু, সজীব রাখে হক্বের আলো,
প্রতিটি প্রজন্মে জেগে উঠে, “লা ইলাহা”র বীরচেতা পালো।
চুনারুঘাট হবিগঞ্জ।