চোরের দলে করবে চুরি
ধরতে গেলেই জ্বলে,
চোরের দলের সংখ্যা দেখি
বাড়ছে দলে দলে।
আমায় বলে ভন্ড বলিস
চিনিস আমায় নাকি,
রবি আর নজরুল নিয়ে
দেই আমি যে ঝাঁকি।
আমার টাইম লাইন ঘুরে
পায়নি লেখার দেখা,
তাই বলে কী থামবে চোরের
চুরি করে লেখা।
বলছি আমি পড়লে ধরা
এত কেন জ্বলে,
ওমা একি চোরের দলে
হামলে পড়ছে ছলে।
শুধায় আমি বিবেক বুদ্ধি
সবই তোরই আছে,
তবে কেন মিছেমিছি
যাবি চোরের পাছে।
রিপোর্ট মারছে মানুষ নিয়ে
চোরের দলের যারা,
বলছি আমি খুব সহজে
যাবে না তো হারা।
শেরপুর, বগুড়া।