আরবী বর্ষে মনের হর্ষে
প্রভুর বিধান মানি,
রহমত দিয়ে ভরে থাকুক
না হোক কারো হানি।
একটি বছর বিদায় নিয়ে
নতুন বছর আসে,
রবের বিধান মানবে যারা
থাকবে প্রভু পাশে।
পুরাতন সব ভুলে আমরা
নতুন শুরু করি,
দ্বিধা দ্বন্দ্ব বিবাদ ভুলে
শান্তির ভুবন গড়ি।
প্রভু তোমার রহম হতে
দাও না দূরে তবে,
তোমার রহম পেলে প্রভু
জীবন ধন্য হবে।
নতুন বছর নতুন আশা
থাকব সবাই ভালো,
আঁধার রেখে ভুবন মাঝে
জ্বালবো আমরা আলো।
শেরপুর বগুড়া