মহররম এলো আজ, নতুন বছর সাথে,
আল্লাহর মাস এটি, আছে হাদিসেতে।
আশুরার দিনে কত ঘটনা যে ঘটে,
নবীর মুক্তি পেল, ঘোর বিপদ কেটে।
১০ তারিখে আশুরা, রোজা রাখা ভালো,
পেছনের এক বছরের পাপ মুছে দিলো।
৯ তারিখও রাখো, বা ১১ তারিখও সাথে,
পাপমুক্ত মন হবে, রোজার বরকতে।
তওবা করো মন খুলে, চাও ক্ষমা শত,
দান করো সাদকাহ, সাদ্য আছে যত।
শান্তির বার্তা বয়ে, মহররম আসে,
আল্লাহর রহমত যেন সবার পাশে।
জকিগঞ্জ, সিলেট।