চাঁদের আলোয় ভেসে এলো মহররমের ভোর,
নব বছর ডাকছে ফিরে, কর হৃদয় উদার।
বদলে ফেলো পাপের পথ, ফিরে এসো আলোয়,
আল্লাহর প্রেমে রাখো মন, অন্তর যেন কাঁদে সজল হাওয়ায়।
হিজরতের স্মৃতি গাথা, সাহস-ত্যাগের নাম,
প্রিয়নবী পাড়ি দিলেন যেখান থেকে ইসলাম।
দুঃখ-কষ্ট, কাঁটা পথে ছিল তাঁর যাত্রা,
শান্তির পথে শুরু হলো নব ইতিহাসের পাতা।
কারবালার রক্তধারা আজো বলে গান,
হুসাইন যে রাহে হকেই দিলেন জীবন দান।
ত্যাগের শিক্ষা নিয়ে এসো, অহঙ্কার করো দূর,
আত্মশুদ্ধির আলো ছড়াও, হোক হৃদয় পুরপুর।
নতুন বছর হোক রহমত, হোক মাগফিরাত ভরা,
তওবার অশ্রুতে ধুয়ে যাক অন্তরের সব পোড়া।
আল্লাহর প্রেমে জেগে উঠুক প্রতিটি নিঃশ্বাস,
এই নববর্ষ হোক আমাদের নও জিন্দেগির আশ্বাস।
চুনারুঘাট, হবিগঞ্জ।