চাঁদের গতি মেপে চলে,
নববর্ষের দিন,
মহাররমের শুভ সকাল,
প্রাণে বাজে বীণ।
আশার আলো বয়ে আনে,
তাওবার নতুন রথ,
হিজরি বর্ষে খুঁজে নিই,
গুনাহ মাফের পথ।
নতুন বছর, নতুন আশা,
তওবার পথে ফিরি,
পাপ-পঙ্কিলতা দূর করে মোর,
রবকে সন্তুষ্ট করি।
হিজরতের যে দীপ্ত স্মৃতি,
ত্যাগে লেখা ইতিহাস,
হৃদয় জুড়ে বাজে তারই
ঈমানী এক আশ্বাস।
জীবন হোক নফসের জিহাদে,
আলোকিত দীনের পথে,
নববর্ষে করি প্রার্থনা —
রব থাকুক সদা সাথে।
পিরোজপুর, বাংলাদেশ।