বাংলাদেশ এর গ্রাম প্রকৃতি-
অতি সুন্দর বেশ,
অপরূপা এ গ্রাম অঞ্চলের-
নাই রূপের শেষ।
এর ভিতরে মোদের গ্রামের-
মুক্ত আলো হাওয়া,
সব মানুষের জন্যই আনুক-
সুখ শান্তির দাওয়া।
মোদের গ্রামে আসতে বন্ধুর-
রইলো আমন্ত্রণ,
আসলে হবে খোলা হাওয়ায়-
শীতল দেহ মন।
চারিদিক এর সতেজ হাওয়া-
জুড়ে দেবে প্রাণ,
শস্যক্ষেত আর ফুল বাগানে-
পাবে মধুর ঘ্রাণ।
ফুল কাননের ফুলের শাখায়-
হাসি সারা ক্ষণ,
ফসল ক্ষেতের দোলন খেলা-
কেঁড়ে নেবে মন।
ফল বাগানের প্রত্যেক শাখে-
ফল এর রসায়ন,
সেই ফলারের স্বাদের ভিতর-
মিষ্টির সঞ্চারণ।
মোদের গ্রামের দীঘির জলে-
কলমী ফুল হাসে,
জলের মাঝে ঢেউয়ের খেলা-
হাঁস মৎস্য ভাসে।
শ্যামল ঘাসের হাল্কা ছোঁয়ায়-
মনে জাগে শিহরণ,
সে ছোঁয়াতে আসবে তোমার-
প্রেম এর জাগরণ।
রাতের বেলা জোছনা কিরণ-
মনটি করে ভালো,
নীল আকাশটা দেখতে পাবে-
সারা দিনে আলো।
সকাল বেলায় আসবে কানে-
পাখির মধুর ডাক,
আবার ভোরে শিয়াল মামার-
শুনতে পাবে হাঁক।
মোদের গ্রাম এর মানুষগুলি-
অতিথি পরায়ণ,
মোদের গ্রাম দেখতে দিলাম-
আসার আমন্ত্রণ।
ঢাকা।