প্রভুদেশ আমেরিকা যে
শতাধিক বিমান বহরসহ
বাস্টার বোমা নিয়ে সাথে ,
মধ্যপ্রাচ্যের ইরান দেশে
চুপি চুপি এলো হঠাৎ
গভীর এক আঁধার রাতে।
তার ইচ্ছামত লক্ষ্যবস্তুতে
বাস্টার বোমা পাঁচটি মারি
বিনা বাধায় চলে গেলো ,
প্রভুর মারা এই যে আঘাত
ইরান বুকে বড় ক্ষত করে
দেখি সবাই অবাক হলো।
যুদ্ধ যুদ্ধ এই খেলাটাই
ধ্বংস-অতি হয় যে শুধু
বিশ্বের সবাই তা জানে ,
তবু কেন এই খেলাটাই
দুই দেশ মিলি খেলে খুব
যারা খেলে তারাই জানে।
প্রবাস ভবন ,
লেস্টার সিটি ,ইংল্যান্ড।