মুসলিম তুমি বীরের জাতি
আছে তোমার সুনাম সুখ্যাতি।
ওমর উসমান আলী হায়দর
বিজয় ছিনিয়ে এনেছে খায়বর।
ঈমানের মাথা রাখিয়া সমোন্নত
সত্যের পথে লড়েছে অবিরত।
শাহাদতের ঈদগায় ঢালিয়া রক্ত
বিজয় ছিনিয়েছে করেনি মাথা নত।
মুসলিম সত্যের সৈনিক
বাতিলের মোকাবিলায় নির্ভিক।
মরণের ভয়ে ছুটে না দিকবিদিক
সত্যের জন্য মরণকে ভালোবাসে অধিক।
লন্ডন।