বিপ্লবীদের প্রাণের দাবি
জুলাই সনদ চাই
যে সনদে ফ্যাসিবাদীর
পড়বে মুখে ছাই।
জুলাই নিয়ে পাঠ্য বইয়ে
থাকতে হবে লেখা।
প্রতিবাদের কাব্য ছড়া
হবে তাতে শেখা।
প্রজন্মকে শিখতে হবে
হতে হবে ধীমান
তাদের মাঝে থাকতে হবে
পরিশুদ্ধ ঈমান
কেউ যেন না হতে পারে
নতুন করে জালিম
জুলাই সনদ দেবে তাদের
সৎ সাহসের তালিম।
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।