সিঁড়িগুলো ইদানীং বড্ড বেমানান
এক একটি ধাপ পাহাড় চূড়া
নিঃসন্দেহে পরিমিত পরিমাণ
চলার গতিকে ধিরস্থির
বলতে, নেই দ্বিধা।
ক্লান্তিতে শরীর, অবসরপ্রাপ্ত!
অসারতা মুকুট পরা জীবন।
অশ্রু সিদ্ধ বহাল দিনাতিপাত,
চিন্তা শক্তি মরিচিকার দ্বারপ্রান্ত।
জানালার পাশে গাছগুলো
চোখকে দেয় ফাঁকি, নাকি?
অক্ষিকোটরের একুয়াস হিউমারের হাইফিমা,
এ্যান্টেরিয়ারের ইউভাইটিস এবং গ্লুকোমা।
এই তিনটি চক্ষুদ্বয়ের রোগ প্রতিরোধের
দিনকে দিন দিচ্ছে ক্ষীয়মানের সাড়া ।
তাই তো, মনে করিয়ে দেয়
এখন, নয় তো দিনগুলো।
আলো আঁধারের যাত্রী
স্পষ্টতা শুকিয়ে গিয়েছে জ্যোতি।
চলার গতি হয়েছে ভোঁতা
দোষের ভাগী নয় তো জীবিতব্যবস্থা।
এমতাবস্থায় গৃহের দ্বার উন্মোচিত
সর্বদা প্রফুল্লচিত্তে।
ছুটে বেড়ায় এক দোর খুলে অন্য দোরে।
পশ্চিমাকাশ সাক্ষী দিচ্ছে সূর্যের ডুবন্ত।
জরাজীর্ণ দেহটি আশ্রয় মেলে
নয় তো বিলাসবহুল।
দরজা জানলা বিহীন,
গহীন অন্ধকারের একাকিত্ব নিকেতনে।
বরিশাল।