তুমি আসো দীপ্তি হাতে,
আমার বুক চিরে যাও।
তবু আমি রাখি চুপিচুপি,
নীল শান্তির কাব্য বাও।
তুমি জ্বালো রোদের জ্বালা,
আমি দিই মেঘের ছায়া।
তোমার আলো যতই জাগে,
আমার বুক যায় জুড়িয়ে ।
আমার আমি হারিয়ে ফেলি
তোমার চোখের চাহনিতে।
তীর মারা পাখির ছটফটানি
তুমি বুঝবে না, সুখ কাঙ্গালি ইহজগতে ।
সাপের মনি পায় না, সব সাপুড়ে
যতক্ষণে রক্ত উঠে না, বীন বাজনে।
ভালোবাসা পাওয়ার আশায়
বীন বাধকের ন্যায়, রক্ত উঠাই।
তোমার আলোর ঝলকানিতে
না উঠুক আমার নস্টালজিক।
তোমার ভাবনায় হয়ে বিভোর
বেঁচে আছি অধরার টানে।