কোরবানী কোরবানী
খোদার প্রতি মহব্বত অতি
প্রকাশিতে দাও কোরবানী ,
এই তাগিদটি প্রতিটি বছর
জিলহজ্ব মাসের চাঁদটি
মোদের কাছে দেয় আনি l
অর্থে সামর্থবান যারা
পশুর বাজারে গিয়ে তারা
পছন্দের পশুটি কিনি আনি ,
জিলহজ্বের দশ তারিখে
খুশী মনে আল্লাহর নামে
সেই পশুটি দিই কোরবানী l
আল্লাহর সন্তুষ্টি পুরাঅর্জনে
শুধুই পশু কোরবাণী দিলে ঐ
হবে না সঠিক কোরবানী,
সঠিক কোরবানী হবে তখনি
মোদের সকল মনপশুত্বও
পশুর সাথে দিলে কোরবানী l
প্রবাস ভবন ,
লেস্টার সিটি ,ইংলান্ড l