কুরবানী এক ইবাদত
তাহাতে বিজড়িত
আল্লাহ ও রাসুলের মহব্বত
আমার সালাত সওম কুরবানী
সবই আল্লাহর মেহেরবানী
ওয়াজহিল্লাহ ঈমানের শপথ।
আদি কাল থেকে চলে এসেছে
প্রভুর সনতুষ্টি অর্জনের পথ
আল্লাহর রহমত অনুসন্ধানে
ত্যাগ তিতিক্ষা উদ্দেশ্য মহৎ।
মহব্বতের পরিক্ষায় নবী ইব্রাহিম
কুরবানী করিতে উদ্বুদ্ধ হইলেন
জানের জিগর সন্তান ঈসমাইল
রক্ত মাংস পৌছেনা আরশে
নিয়তে আল্লাহর প্রেমই অন্তরে আজিম।