দেশের পতাকা আমার প্রাণ
রাখবো তাঁর মান,
পণ করেছি সইবো না অপমান-
শীর্ষে তাঁর শান।
এ পতাকার অবমাননা রুখে
দিব মোরা সুনিশ্চিত,
স্বাধীন দেশে উড়বে স্বাধীন
পতাকা স্বাধীন মতামত।
সবুজ ঘাসের বুকে লাল সূর্যটি
সেতো দেখি উদীয়মান,
লাল সবুজের কেতন রুখে দিব
বঞ্চনা করিয়া যতন।
রক্ত দিয়ে কেনা দেশের পতাকা
রক্ত দিয়ে করবো রক্ষা,
কেউ যদি খেলে কভু ছিনিমিনি
তাঁর নেই কোন রক্ষা ।
বাংলা আমার প্রিয় মাতৃভাষা
বাংলাদেশ প্রিয় জন্মভূমি,
আমি বাংলাদেশী বুক চেতিয়ে চলি ,
গর্বিত এ মাতৃভূমি।
যদি থাকে দ্বেষ চলে যাও বিদেশ
তোমার নয় এ দেশ ,
বাংলাদেশ প্রিয় দেশ থাকবে
চেতনায় স্বাধীন দেশ।