পুরুষ মানুষগুলোই মচকে
কখনো ভাঙে না জানি,
শত কষ্টের পাথর ভাঙিয়া
টানিতে থাকেন ঘানি।
পুরুষ জীবন বিধাতার গড়া
সাজিয়ে দিয়েছে তিনি,
সৃষ্টির তরে সৃষ্টি রূপক
সৃষ্টির স্বরূপ যিনি।
আজব সৃষ্টি দারুণ মিষ্টি
বৃষ্টির মতো ঝরে,
দুঃখ যে লুকাই সুখের গলায়
মালা যে সাজিয়ে ঘরে।
রোদের তাপেতে মরুর বালুতে
ঝলমলে যায় জ্বলে,
পুরুষ মানুষগুলো মচকে না
বেদনার ক্ষত তলে।
পুরুষ এমনি যেমনি শুনিতে
পাওনা করুণ সুরে,
কান্না লুকাই হাসির আড়ালে
থাকিয়া অনেক দূরে।
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।