আবু সাঈদ আবু সাঈদ
মিষ্টি ফুলের ঘ্রাণ
তোমার নামে স্পন্দিত হয়
আজ সকলের প্রাণ।
আবু সাঈদ তুমি হলে
প্রতিবাদের সুর
যে কারণে ভীত হয়ে
জালিম পালায় দূর
আবু সাঈদ আবু সাঈদ
উন্নত শির তুমি
তাই তোমাকে জানায় সালাম
আকাশ এবং ভূমি।
ছিল যখন কঠিন আঁধার
চতুর্দিকে পাপ
তুলতো ফণা যখন তখন
স্বৈরাচারের সাপ।
পারতনা কেউ বলতে কথা
সেলাই করা মুখ
সবার মাঝে ছিল যেন
অজ্ঞাত অসুখ
সেই সময়ে বিপ্লবেরই
তোমরা হলে ভাষা
তাই তোমাদের জন্য সবার
প্রাণে ভালোবাসা।
তোমরা আছো তোমরা রবে
সবার মুখে তাই
তোমাদেরকে ভাবলে মনে
জান্নতি সুখ পাই
স্বৈর শাসন করতে বিনাশ
সম্মুখে পা বাড়াও
পঙ্গপালের সামনে তুমি
বুকটা খুলে দাঁড়াও
আবু সাঈদ তুমি হলে
সৎ সাহসের স্মারক
তুমি হলে মানবতার
অনঘ প্রেম ধারক।