ছেঁড়া হেডফোন পুরনো আদর
পরিচিত সেই পথ,
বদলে দিয়ে জীবনের ধারায়
হাজারো মতামত।
মানুষটা আজও ভুলে গিয়ে সব
অতীত স্মৃতির দিন,
নিত্য সুখে কাটায় জেনেছি
বাজায় সুখের বীণ।
আমার ঠিকানা আজও সেই গ্রাম
ফিবে না তুই বল?
ভাববো না ভাবি, তবুও কেনো যে
আঁখি করে ছলছল।
আমার ভাবা হয়নি আজও শেষ
শেষ হয়নি আজও পথ,
জীবনের বাঁকে বিচ্ছেদের দাম
হারিয়েই যাই রথ।
পুরাতন মোবাইল যতই মেরামত
করি কাজ কী হয়?
দূর আকাশের মেঘের ফাঁকে
সুকৌশলে শব্দ রয়।
আসে না আওয়াজ আনারই কানে
বিচ্ছিন্ন ছেঁড়া তার,
নিজের স্বার্থে তুই সুখী আছিস
দুঃখ আমার বারবার।
পুরাতন যায় দেখি নতুন আসে
বছর গুলো সব,
অপেক্ষা করে যাই হাহাকার মন
পাখিদের কলরব।
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।