ডিসেম্বর তো আসলো ঠিকই
আগের শ্লোগান আসেনা,
সময় খারাপ হলে বুঝি
তাল জ্ঞান কিছু থাকেনা।
কতোজনার পুড়লো কপাল
পুড়লো কতো জান মাল,
স্বাধীনতার স্বাদ নিতে হায়
আমরা সবাই টাল মাটাল।
যে যার মতো চলছি দিব্যি
কারো জীবন নাভিশ্বাস,
কারো জীবন ফুঁটো নৌকা
হরহামেশাই হা হুতাশ।
আসবে আবার শুভ দিন
দিন গুনি তার প্রতিক্ষায়,
সাম্য শান্তি আসুক ফিরে
আমার সোনার বাংলায়।
ধামরাই, ঢাকা।