চল না মন হারিয়ে যাই,দিগন্ত বিস্তৃত রেখায়।
সাগর-নদীর মধুময় মিলনের মোহনায়,
অথবা গগণের নীলিমায়,অথবা বনানী’র ঘন সবুজ উদ্যানে!
অথবা,ভেসে যাই স্বপ্নের হাওয়ার ভেলায়।
চল না মন একবার হারাই!
যাগতিক ব্যথা বেদনা ফেলে
মিশে যাই সমুদ্রের ফেনিল ফেনায়।
জীবন যখন অচল প্রাপ্তিযোগ ও অপ্রাপ্তির ভারসাম্য হীনতায়!
অথর্ব,জরাজীর্ণ জীবনের গন্ডি পেরিয়ে
চল না মন একবার হারাই।
চল না মন হারিয়ে যাই।
যেখানে ডাকিছে শালিক,ময়না,কোকিল!
হারাব মোরা ঐ গাঢ় সবুজ উদ্যানে।
বিকেলের শেষ আলোর বিদায়ী গোধূলি বেলার রঙিন আভায়!
মাখব মোরা রাঙা রবির রক্তিম আবির সারা গায়।
বালুকা বেলার বিস্তীর্ণ ভূমির চিকচিকে বালি যদি লাগে তব গায়ে,
ভাস্বর হবে তুমি অপার সৌন্দর্যে দিবার যবনিকা পাতের ক্ষণে,দিবাকরের ঈষৎ ম্রিয়মাণ ক্ষয়িঞ্চু দীপ্তিতে।
চল না মন একবার পালাই,চল না মন হারিয়ে যাই!
রজনীর নিশ্চুপ নিস্তব্ধতার পিনপতন নিরবতায়,,,,!
কেউ যদি আর গৃহে ফেরার আকুতি না জানায়!
জীবনের হাতছানি তবে আর নাইবা শুনলাম,
শাপলা,শালুক,সাদা বক, পানকৌড়ি দের দলে মিশলাম।
পাহাড়ি নদীর সখা ঝর্ণার সুর মূর্ছনায় ভাসলাম।
চল না মন হারিয়ে যাই!
সীতারাম পুর, রাজার হাট, সদর, যশোর।