জাগাতে গিয়ে ব্যার্থ হই
হেরেছি বারবার
অন্ধকারে ঘুমিয়ে তারা
উঠবেনা বুঝি আর!
আলোর পথে আসবেনা আর
সংকল্পে বাঁধে মন
নষ্ট পথেই হাঁটবে তারা
তাহাই তাদের পণ!
একদিন আয়নায় দেখবে সব
ভুলটা ছিলো কত
হাহাকার আর চিৎকারে গুণবে
আফসোস আছে যত!
বগুড়া, রাজশাহী।