হাজারো বাক্যকে হার মানানো নীল
তুমি এক কঠিন রঙ ।
খোলা আসমান জুড়ে যার ঠিকানা
তুমি সেই রঙ নীল ।
স্বচ্ছ জলেতেও যে মানানসই
তুমি সেই রঙ নীল ।
আঘাত প্রাপ্ত স্থান জুড়ে
রক্ত জমাট বেঁধে যে ছবি ধারণ করো
তুমি সেই রঙ নীল ।
কেমন হয় যদি নীলকে করা হয় শুভ্র ?
তবে যে রক্ত জমাট বাঁধার রূপটা থেকে পাবো পরিএাণ ।
কিন্তু… এ তো আকুতি !
আহ্লাদে কি জীবন চলে ?
আহ্লাদে শুধু তলিয়ে…. যেতে হয় ।
নাকি নীলকে প্রশ্রয় দিয়ে তাকে করবো কালচে ?
কালচে ! এতো তুরির ব্যাপার ।
তুমি জমিয়ে দিলেই হলো ।
কিন্তু শুভ্র ?
তার যে হিসাব ভিন্ন ।
শুভ্র হতে দরকার উপকরণ ।
পাবো কোথায় বরফকুন্ড যে,
শুভ্র হতে করবো আশাপোষণ ?
তার চেয়ে বরং ছেঁড়ে দাও আশা ।
শেষে শুভ্রতার এিসিমানায় পৌঁছুতে না পেরে
কালচে হবে তোমার ঐ দু’চোঁখের কোটা ।
মনে বেঁধে নাও কালচে-ই তোমার প্রাপ্য ।
আর যদি ভুলক্রমে পাও শুভ্রতার দর্শন
তবে তা হবে তোমার জন্য উপঢৌকন ।