গ্রাম প্রতিবেশীদের ভালোবাসায় আমি সিক্ত
মুখের ভাষায় করিতে পারিব না ব্যক্ত।
পেয়েছি কত ভালোবাসা উন্মুক্ত
তাদের প্রতিদানে আমার হাত রিক্ত।
সকলের স্নেহ মমতা ভালোবাসায়
আমি বিমোহিত আনন্দে আপ্লুত।
এই ভালবাসার প্রতিদান
দিতে পারিবেন কেবলই প্রভু মহান।
চির ঋনী আমি হৃদয়ে গাঁথিয়ে অম্লান
আজীন গাহিব ভালোবাসার গুণ ও গান।