আকাশ জুড়ে মেঘ করেছে
নামবে বুঝি বৃষ্টি আজ,
কালো মেঘে ছেয়ে গেছে
পালটে গেছে ধরার সাজ।
টাপুরটুপুর বৃষ্টি পড়ে
সারা দিনে অবিরাম,
কৃষক শ্রমিক ঘরে বসে
ফেলে রেখে সকল কাম।
চারিদিকে যেদিকে চাই
শুধু দেখি বন্যার জল,
বন্যা এলে দেশের মাঝে
মাছ যে ধরে জেলের দল।
জমির ফসল তলিয়ে যায়
বসতবাড়ি ডোবে সব,
আজাব থেকে রক্ষা পেতে
দু-হাত তোলে ডাকে রব।
আষাঢ় মাসে অধিক বৃষ্টি
বিধির বিধান মেনে হয়,
অতিরিক্ত বৃষ্টির ফলে
গরিব দুঃখীর হয় যে ক্ষয়।