আকাশ জুড়ে মেঘ করেছে
নামবে বুঝি বৃষ্টি আজ,
কালো মেঘে ছেয়ে গেছে
পালটে গেছে ধরার সাজ।
টাপুরটুপুর বৃষ্টি পড়ে
সারা দিনে অবিরাম,
কৃষক শ্রমিক ঘরে বসে
ফেলে রেখে সকল কাম।
চারিদিকে যেদিকে চাই
শুধু দেখি বন্যার জল,
বন্যা এলে দেশের মাঝে
মাছ যে ধরে জেলের দল।
জমির ফসল তলিয়ে যায়
বসতবাড়ি ডোবে সব,
আজাব থেকে রক্ষা পেতে
দু-হাত তোলে ডাকে রব।
আষাঢ় মাসে অধিক বৃষ্টি
বিধির বিধান মেনে হয়,
অতিরিক্ত বৃষ্টির ফলে
গরিব দুঃখীর হয় যে ক্ষয়।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০