পাড়াগাঁয়ে জন্ম আমার
বাংলাদেশের কোণে,
কবে যাবো উন্নত দেশ
মনটা প্রহর গোণে।
অবশেষে এসেই গেলো
কাঙ্খিত সেই দিন,
চলে গেলাম আমেরিকায়
মনে খুশির বিন।
কয়েকটি দিন হেসে খেলে
কাটিয়ে দিলাম বেলা,
এরপরেই শুরু হলো
প্রবাস জীবন খেলা।
কোম্পানিতে কাজে গেলাম
পড়ার মধ্যখানে,
আটটি ঘণ্টা ডিউটি করতে
হয় যে সেইখানে।
প্রবাস জীবন সুখের জীবন,
সপ্নের দেশ আরো-
কত কি যে ভাবতাম আগে,
ইয়ত্তা নেই তারও।
এখন বুঝি প্রবাস জীবন
একটি জীবন-যুদ্ধ,
কাজ করে যায় বালক থেকে
জোয়ান-বুড়ো সুদ্ধ।
তাইতো বলি দেশের মানুষ,
দেশেই থাকো সুখে,
প্রবাস এলে কর্ম করেই
মরবে ধুঁকে ধুঁকে।