পাড়াগাঁয়ে জন্ম আমার
বাংলাদেশের কোণে,
কবে যাবো উন্নত দেশ
মনটা প্রহর গোণে।
অবশেষে এসেই গেলো
কাঙ্খিত সেই দিন,
চলে গেলাম আমেরিকায়
মনে খুশির বিন।
কয়েকটি দিন হেসে খেলে
কাটিয়ে দিলাম বেলা,
এরপরেই শুরু হলো
প্রবাস জীবন খেলা।
কোম্পানিতে কাজে গেলাম
পড়ার মধ্যখানে,
আটটি ঘণ্টা ডিউটি করতে
হয় যে সেইখানে।
প্রবাস জীবন সুখের জীবন,
সপ্নের দেশ আরো-
কত কি যে ভাবতাম আগে,
ইয়ত্তা নেই তারও।
এখন বুঝি প্রবাস জীবন
একটি জীবন-যুদ্ধ,
কাজ করে যায় বালক থেকে
জোয়ান-বুড়ো সুদ্ধ।
তাইতো বলি দেশের মানুষ,
দেশেই থাকো সুখে,
প্রবাস এলে কর্ম করেই
মরবে ধুঁকে ধুঁকে।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০