শুধায় বাবাকে বিদেশেতে যাব
দাও তবে কিছু টাকা,
বাবা বলে হায় জমি করে শেষ
সব হয়ে গেল ফাঁকা,
আমি বলি তবে টাকা ফের হবে
বিদেশেতে আগে যাই,
লেখাপড়া বাদ মিটে গেছে স্বাদ
কামাই করে যে খাই।
জমি করে শেষ বাবা বলে বেশ
বিদেশেতে যা রে ছুটে,
টাকা করে কিছু বাড়ি গাড়ি করে
নিজ তরে নিস্ জুটে।
বিদেশেতে এসে গেছি তবে ফেঁসে
চিন্তায় কাটে দিন,
এমন করিয়া চলিতে থাকিলে
কেমনে শোধিব ঋণ।
দিন গিয়ে রাত সব বরবাদ
বিদেশেতে এসে,
বাড়ি ফিরে আসি সব দিয়ে ভাসি
যেন ফকিরের বেশে।