শুধায় বাবাকে বিদেশেতে যাব
দাও তবে কিছু টাকা,
বাবা বলে হায় জমি করে শেষ
সব হয়ে গেল ফাঁকা,
আমি বলি তবে টাকা ফের হবে
বিদেশেতে আগে যাই,
লেখাপড়া বাদ মিটে গেছে স্বাদ
কামাই করে যে খাই।
জমি করে শেষ বাবা বলে বেশ
বিদেশেতে যা রে ছুটে,
টাকা করে কিছু বাড়ি গাড়ি করে
নিজ তরে নিস্ জুটে।
বিদেশেতে এসে গেছি তবে ফেঁসে
চিন্তায় কাটে দিন,
এমন করিয়া চলিতে থাকিলে
কেমনে শোধিব ঋণ।
দিন গিয়ে রাত সব বরবাদ
বিদেশেতে এসে,
বাড়ি ফিরে আসি সব দিয়ে ভাসি
যেন ফকিরের বেশে।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০