মালদা জেলা প্রতিনিধি :
পশ্চিমবঙ্গের মালদা জেলার অন্তর্গত রতুয়া থানার (1) নং ব্লকের মহানন্দা টোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েতে গঙ্গা _ফুল নদীর বিপদ সীমার উপর দিয়ে বয়তে থাকায় তীব্র বন্যার পরিস্থিতি তৈরী হয়েছে। দুই পঞ্চায়েত মিলিয়ে প্রায় দশ এগারো টি ভূত এলাকা। বেসরকারি হিসাবে সংখ্যা আরো বেশি- মহানন্দা টোলা, বন্ধু টোলা,রাজ কিশোর টোলা, জগবন্ধু টোলা,বন্ধন টোলা, সম্বল পুর, গোবিন্দপুর, পশ্চিম রতন পুর, এবং বিলাইমারি পশ্চিম রতন পুর, তিক্রিচর খাঁচাবোনা, নয়া বিলাইমারি এলাকা প্রাকৃত আতঙ্কে গৃহ হারা হয়েছে। গ্রাম বাসীদের বেগের উপর বেগ জমি ঘর বাড়ি তলিয়ে যাচ্ছে গঙ্গায়। কয়েক হাজার মানুষ গৃহ হারা হয়ে প্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। পানীয় জলের সংকট এবং গবাদী পশুর খাদ্যের অভাব দেখা দিয়েছে।
রাস্তা ঘাট ডুবে বিচ্ছিন্ন হওয়াই নৌকা নামানো হয়েছে। কিন্তু তা অপর্যাপ্ত। বাসিন্দাদের অভিযোগ যান এখনো সবার কাছে পৌঁছে নি। পঞ্চায়েত পক্ষ থেকে নৌকা আর প্রাণ শিবিরের ব্যবস্থা করলেও পর্যাপ্ত ত্রাণের অভাব হয়।তারা জানায়” আমাদের পরিবার ছেলে মেয়ে স্ত্রী বাবা মা ,ভাই বোন কেউ ভালো নেই। আমরা জল দিয়ে হেটে যাচ্ছি, বিভিন্ন জীব জন্তু প্রাণী – যেমন পোকা মাকড় সাপ আমাদের গৃহে প্রবেশ করছে। আমাদের ফলন সবকিছুই ডুবে যাচ্ছে। নিচের জমি গুলো ডুবে গেছে। আমাদের জল কিনে পান করতে হচ্ছে। আমরা সরকারের কাছে কোনো সহযোগিতা পাইনি। আমাদের কেউ দেখতে আসেনি। আমাদের বেঁচে থাকার জন্য খাদ্যের অভাব। অনেক কষ্টে আমরা আছি। আমাদের ঘরে এক কোমর জল। চৌকির উপর কিংবা মাচানের উপর থাকছি। আমরা সরকারের কাছে কিছু আবেদন করছি, কারণ আমরা গরীব মানুষ, আমাদের কিছু সাহায্যে করলে ভালো হয়।