নীল সাগরের বুকে উঁচুনিচু ঢেউ,
সে যে কত মনকাড়া দেখলোনা কেউ।
সবুজ মাঠের ঐ সোনার ফসল,
আঁকাবাঁকা নদী বয়ে চলে কলকল।
রাতের আকাশে কোটি তারার মেলা,
জোছনার সাথে জোনাকিদের খেলা।
সোনালী ও প্রান্তরে ধূ ধূ মরুভূমি,
দেখলে সত্যি মন হারাবে গো তুমি।
তেপান্তরের মাঠে পরীদের হাট,
ধূসর পাহাড় তার গগণ ললাট।
দূরের আকাশে ভেসে যায় সাদা মেঘ,
মেঘ দেখে বেড়ে যায় আমার আবেগ!