পার পাবি না, ছাড় পাবি না
লোভ ছিল তোর গদির,
সেই পালালি তাড়া খেয়ে
উঠলি কোলে মোদীর ।
খুন করেছিস একচেটিয়া
দুর্নীতি আর পাচার,
দেশদ্রোহী, তুই ফেরাউন
শেষ হয়েছে নাচার।
আজ বিজয়ের মুখে সবাই
মারছে ঝাটা তোরে,
তোপের মুখে যাস পালিয়ে
স্বপ্ন ভাঙে ঘোরে ।
বুকের ভেতর অনেক ঝড়ের
হাজার গুলি খাওয়ায়,
এক দফাতেই যায় পালিয়ে
আম জনতার ধাওয়ায় ।
হায়না শকুন যে যার মতো
যায় পালিয়ে গর্তে,
সংস্কারে তাই করবে ক্ষমা
মানুষ হবার শর্তে ।
তোর ক্ষমা নেই শেখের বেটি
তোর ফাঁসি হোক আগে,
দেখ চেয়ে দেখ পূব আকাশে
নতুন সূর্য জাগে ।
মিরপুর, ঢাকা – ১২১৬।