পার পাবি না, ছাড় পাবি না
লোভ ছিল তোর গদির,
সেই পালালি তাড়া খেয়ে
উঠলি কোলে মোদীর ।
খুন করেছিস একচেটিয়া
দুর্নীতি আর পাচার,
দেশদ্রোহী, তুই ফেরাউন
শেষ হয়েছে নাচার।
আজ বিজয়ের মুখে সবাই
মারছে ঝাটা তোরে,
তোপের মুখে যাস পালিয়ে
স্বপ্ন ভাঙে ঘোরে ।
বুকের ভেতর অনেক ঝড়ের
হাজার গুলি খাওয়ায়,
এক দফাতেই যায় পালিয়ে
আম জনতার ধাওয়ায় ।
হায়না শকুন যে যার মতো
যায় পালিয়ে গর্তে,
সংস্কারে তাই করবে ক্ষমা
মানুষ হবার শর্তে ।
তোর ক্ষমা নেই শেখের বেটি
তোর ফাঁসি হোক আগে,
দেখ চেয়ে দেখ পূব আকাশে
নতুন সূর্য জাগে ।
মিরপুর, ঢাকা - ১২১৬।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০