জুলাই মাসে জীবন দিয়ে
দেশটা করলো শুদ্ধ,
একাত্তর সেই পিছনে রয়
আবার হলো যুদ্ধ।
সাইদ মুগ্ধ হাজার মানুষ
জীবন দিলো আবার,
একটা কারণ দেশটাকে
নতুন করে পাবার।
কত মায়ে সন্তানহারা
করছে তারা দোয়া,
খুনি সরকার বিদায় নিলো
যায় নি দোয়া খোয়া।
বাংলাদেশের তরুণ যুবক
দেশের তরে মরে,
মরেই তারা দেশটাকে
নতুন করে গড়ে।
আমরা যারা দেশের মানুষ
দেশকে ভালোবাসি,
দেশের জন্য প্রস্তুত আছি
দিতে গলায় ফাঁসি।