শিশুরা একদিন বড় হবে চোখে ছিলো বড় স্বপ্ন
অজানা এক ঝড় এসে করে দিয়ে গেল বিপন্ন।
বাবা মায়ের আশা আকাক্ষা হৃদয় হলো শুন্য,
এ স্বপ্ন পূরন হবার নয়, কে আসবে এগিয়ে তাদের জন্য।
জীবন বাঁচার আকুতিতে দগ্ধ শিশু কাতরাচ্ছে আফরীন
নিজের জীবন বাঁচার আগে ভাবেনি শিক্ষিকা মেহেরীন।
কত শত দ্গ্ধ শিশু গেছে পরোলোক গমনে
তাদের কথা ভুলবো কি করে ইতিহাস হয়ে রবে স্বরণে।
একটি স্কুল নাম তার মাইলস্টোন
সুনাম অর্জনের কমতি করলো না শিক্ষকগন।